নড়াইলে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো যুবকের মরদেহ

নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠেছে মুসা বিশ্বাস নামে এক যুবকের মরদেহ।

রবিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা প্রাথমিক বিদ্যালয় এলাকায় মৃতদেহটি ভেসে ওঠে।

স্থানীয়ভাবে জানা গেছে, গত ২৬ জানুয়ারি দুপুরে ঘাঘা গ্রামের রবি বিশ্বাসের ছেলে মুসা বিশ্বাস (৩২) ও নাদিম মোল্যা ঘাঘা প্রাথমিক বিদ্যালয় এলাকায় মধুমতি নদীতে ডুবিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরতে নামার বেশ কিছুক্ষণ পর মুসা ডুব দিয়ে আর ওঠেনি। বিষয়টি নাদিম সকলকে জানালে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনার পর দিন গত ২৭ জানুয়ারি খোঁজাখুজি করেও তার খোঁজ মেলেনি।

কোটাকোল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, নিখোঁজের তিনদিন পর মুছা বিশ্বাসের মৃতদেহ একই স্থানে ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করা হয়। মুছার স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

স্বাআলো/এসএ

.

Author
সুজয় বকসী, নড়াইল