
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে বসতঘরে আগুনে পুড়ে রাবিয়া বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আগুনে তার শরীর সম্পূর্ণ দগ্ধ হয়।
সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী মোল্ল্যার স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঘটনার রাতে একা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রাবিয়া বেগম। গভীর রাতে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মণ্ডল জানান, ঘটনার রাতে ওই বয়স্ক নারী একাই ঘরে ছিলেন। কীভাবে আগুন লেগেছে, তা কেউ বলতে পারছে না। পৌঁছে দেখি সম্পূর্ণ ঘর ভস্মীভূত হয়েছে। একইসঙ্গে রাবিয়া বেগমও দগ্ধ হয়ে মারা গেছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ওই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পর ৯৯৯ এ ফোন আসে। ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা, ৮ নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে এমন করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাআলো/এসএস
.
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
