বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার পল্লীতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে সুমাইয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার গাওলা ইউনিয়নের মেঝেরা গাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া মেঝের গাওলা গ্রামের মাহাবুর শিকদারের মেয়ে।

সুমাইয়ার মা বলেন, সুমাইয়া বাড়ির উঠানে খেলছিলো। হঠাৎ তাকে উঠানে দেখতে না পেয়ে সবখানে খোঁজাখুজি করা হয়। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, মেঝের গাওলা এলাকায় একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই তাই ময়নাতদন্ত ছাড়াই শিশুর পিতা মাহবুর সরদার থানায় অবগত করে মরদেহটি বাড়িতে নিয়ে দাফন করেছেন।

স্বাআলো/এসএ

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি