
যশোরে রাজন হোসেন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।
একই এলাকা ইয়াছিন, রাকিব ও হৃদয় নামে তিনজন তাকে ছুরিকাঘাত করেছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
আহত রাজনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপশহর ট্রাক স্ট্যান্ড বিডের ওপর।
আহত রাজন হোসেন উপশহর এলাকার মতিনের ছেলে।
খাজুরা স্টান্ডে গ্রিন টেলিকমের মালিক হাবিবুর রহমান টমাস জানায়, রাজন তার দোকানের কর্মচারি। রাত ৭টার দিকে দোকান থেকে রাজন ট্রাক স্ট্যান্ডে গেলে একই এলাকার ইয়াছিন, রাব্বি ও হৃদয় মিলে রাজনের বুকে ও পেটে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, রাজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক তাই তাকে ঢাকায় রেফার করা হয়েছে। পরিবারের লোকজন তাকে রাজনকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, এঘটনায় পুলিশ পাঠানো হয়েছে।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
