ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। তিনি সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের স্থালাভিষিক্ত হয়েছেন। আগামী এক বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন সূত্রে, গত ২৮ জানুয়ারি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ শেষ হওয়ায় ড. শাহাদৎ হোসেন আজাদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ পদে দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন তিনি।

নতুন দায়িত্বপ্রাপ্তি বিষয়ে অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে দায়িত্ব পালন করতে চাই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।

স্বাআলো/এসএস

.

Author
মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি