মাসুদ শেখকে হত্যা, মূল আসামিকে ধরলো র‌্যাব

মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নে মাসুদ শেখ হত্যা মামলার মূল আসামি জামাল মোল্যাকে (৪৫) ঢাকার গাজীপুর থেকে আটক করেছে র‌্যাব-৬।

বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমানের নেতৃত্ব জামাল মোল্যাকে করা হয়।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ৭ জানুয়ারি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মাসুদ শেখ খুন হন। ঘটনাটি বেশ আলোচনায় আসে। র‌্যাবের ছায়া টিম অভিযানে নামে হত্যার মূল রহস্য উৎঘাটন এবং হত্যাকারীকে আটক করতে। এক পর্যায়ে নিশ্চত হয়ে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত জামাল মোল্যাকে আটক করা হয়। আটক জামাল মোল্যা নিজেই স্বীকার করেছে সে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। আসামিকে শ্রীপুর থানায় সোপার্দ করা হয়েছে।

নিহত মাসুদ শেখ শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুশা ইছাপুর গ্রামের কাশেম আলী শেখের ছেলে।

আটক জামাল মোল্যা ওই এলাকার ইসমাইল মোল্যার ছেলে।

স্বাআলো/এসএ

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর