
যশোর জেলা পরিষদের পক্ষ থেকে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে চাদর বিতরণ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে জেলা পরিষদের সদস্য জবেদ আলী এসব ইউনিয়ন পরিষদে গিয়ে চাদর বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল উপস্থিত ছিলেন।
প্রথমে হৈবতপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান আবু সিদ্দিকসহ সব ইউপি সদস্যদের চাদর দেয়া হয়।
এরপর লেবুতলা ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, ইছালী ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমীন, উপশহর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, কাশিমপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান শরিফুল ইসলাম ও চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান দাউদ হোসেন দফাদারসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের জেলা পরিষদের পক্ষ থেকে নতুন চাদর দেয়া হয়। এছাড়া সাধারণ ইউপি সদস্যদের জেলা পরিষদের পক্ষ থেকে উন্নতমানের কম্বল দেন জবেদ আলী।
স্বাআলো/এসএ
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
