১৫ ঘণ্টা পর মোংলা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, ১৫০ কোটি টাকার ক্ষতি

মোংলা ইপিজেডে ভিআইপি-১ লাগা আগুন ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

এখন চলছে ডাম্পিংয়ের কাজ। প্রাথমিক পর্যায় ১৫০ কোটি টাকারও বেশি ক্ষতি দেখিয়ে থানায় জিডি করেছে কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব) আবুল হাসান মুন্সিকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটি প্রতিবেদন জমা দেবে।

স্বাআলো/এস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি