কৃষকের ১০০ একর জমি চাষে বাধা প্রভাবশালীদের, কোটি টাকা ক্ষতির শঙ্কা

প্রভাবশালীর বাধায় ১০০ একর জমিতে বোরো চাষ করতে পারছেন না কৃষক। এ কারণে দিশেহারা হয়ে পড়েছেন তারা। জমিতে সেচ দেয়ার চেষ্টা করায় প্রভাবশালীরা গভীর নলকূপের কর্মচারীদের মারধর করেছে। রংপুরের বদরগঞ্জে ঘটেছে এ ঘটনা। গভীর নলকূপ পরিচালনা কমিটি বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও থানায় অভিযোগ দিয়েছেন। কিন্তু এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ২০১৪ সালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির তত্বাবধানে সরকারি অর্থায়নে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। এরপর থেকে চাষিরা স্বল্পমূল্যে জমিতে সেচ সুবিধা পাচ্ছেন। ভালই চলছিলো কৃষকদের পানি সেচ ব্যবস্থা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী রেজাউল ইসলামের ভাই তাজগুল মিয়ার সাথে গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মঞ্জুরুল হাসানের বিরোধ চলছে। এর জের ধরে তাজগুল মিয়া ও তার লোকজন গভীর নলকূপের নালা ও পাইপ ভেঙে ফেলে। এতে ব্যাহত হয় জমিতে সেচ কাজ। এর প্রতিবাদ করেন কৃষক ও গভীর নলকূপ পরিচালনা কমিটির লোকজন। কিন্তু কোন কিছুকে তোয়াক্তা করছেনা প্রতিপক্ষের লোকজন। তারা গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল হাসানকে নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করে। হুমকি উপেক্ষা করে গভীর নলকূপ চালু করে পানি সেচের ব্যবস্থা কৃষকরা। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী তাজগুল মিয়া ও আব্দুল হালিম মাস্টারের নির্দেশে লাঠিয়াল বাহিনী কৃষক ও গভীর নলকূপের কর্মচারীদের লাঠিপেটা করে। এরপর থেকে বোরো চারা রোপন বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে প্রায় একশ একর জমির বোরো ধান চাষাবাদ।

গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গভীর নলকূপের পাইপ ও নালা ভাংচুর করেন। এর প্রতিবাদ করায় তারা আমার লোকজন ও কৃষকদের বেধরক মারপিট করে। থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি। এরফলে প্রায় ১০০ একর জমিতে চাষাবাদ করতে পারছেনা কৃষক।

অভিযুক্ত তাজগুল মিয়া বলেন, দির্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চলছে। তবে আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।

বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পূর্ব শত্রুতার জেরে ঘটনাগুলো ঘটেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধা করার চেষ্টা করেছে।

স্বাআলো/এসএস

.

Author
হারুন উর রশিদ সোহেল, রংপুর
ব্যুরো প্রধান