
যশোর শহরের পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণি কক্ষের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন সংসদ কাজী নাবিল আহমেদ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে তিনি কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।
৯৯ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ব্যায়ে তিনতলা বিশিষ্ট ভবন হবে। সেখানে প্রতি তলায় দুইটি করে ক্লাসরুম থাকবে।
উদ্বোধনের সময় কাজী নাবিল আহমেদের সাথে ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক সোনিয়া লাইজু, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, দফতর সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সোলাইমান খান রাফেল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান কবির শাপলা প্রমুখ।
স্বাআলো/এসএস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
