শীতজনিত রোগে প্রাণ গেলো ১০২ জনের

ফাইল ছবি

সারাদেশে শীতজনিত রোগে চলতি মৌসুমে ৭৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১০২ জনের। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৫৫ জন। আর মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া একই সময়ে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ জন। আর মৃত্যু হয়েছে তিনজনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ১২৪ জন।

স্বাআলো/এস

.

Author
ঢাকা অফিস