শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ক্রীড়া সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১ম ক্রীড়া উৎসব ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ মিজবাহ উদ্দিনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পৃষ্টপোষক ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা।

এসময় বিভিন্ন পদবীর সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবকগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রতিষ্ঠানের পৃষ্টপোষক ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বিভিন্ন দফায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১ম ক্রীড়া প্রতিযোগিতায় বালক শাখায় ৮ম শ্রেণির এনামুল হক সানি এবং বালিকা শাখায় আফসানা আফরিন আলো শ্রেষ্ট প্রতিযোগিতার ট্রফি লাভ করেন। এছাড়া শের-ই-বাংলা হাউজ চ্যাম্পিয়ন এবং মোস্তফা কামাল রানারআপ ট্রফি লাভ করেন।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী