ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় যশোরের হাসান নিহত

লাশের ফাইল ছবি

ঝিনাইদহ কোটচাঁদপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের ধাক্কায় মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রবি নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই উপজেলার ডালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান যশোর জেলার গদখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, মাহমুদুল ও রবি কালীগঞ্জে একটি টোবাকো কোম্পানিতে চাকরি করতেন। তারা কোটচাঁদপুরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে কোম্পানির টাকা কালেকশন করছিলেন। পথে তারা তালিনা হয়ে কোটচাঁদপুরের দিকে আসছিলো। এ সময় ডালিমপুর (বেলেমাঠপাড়া) এলাকায় এলে পেছন থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাহমুদুল ও রবি। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।

আহত রবিকে কোটচাঁদপুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে নেয়া হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ