কাল পটুয়াখালী যাচ্ছেন শিল্পমন্ত্রী ও এমপি আবুল হাসনাত

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্থাপিত স্বপ্নের পদ্মা সেতু যা দক্ষিনাঞ্চলের উন্নয়নের দ্বার উন্মোচন করেছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডিসি স্কয়রে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা – বিক্রেতা সম্মিলন -২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। উদ্বোধন শেষে সকাল ১০.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে পদ্মা সেতু কেন্দ্রিক টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করবেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, শিল্প মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের এমপি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের এমপি মহিববুর রহমান, ৩২৯ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকী, বিসিক (গ্রেড-১) চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান, বরিশাল রেঞ্জ বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, ঝালকাঠী জেলা প্রশাসক ফারাহ গুলন নিঝুম, বরগুনা জেলা প্রশাসক জালাল উদ্দিন ,পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম পিপিএম-বিপিএম ।

সভাপতিত্ব করবেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আমিন উল আহসান।

ডিসি স্কয়ারে মেলা ও জেলা শিল্পকলা একাডেমীতে কর্মপরিকল্পনার মতবিনিময় সভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বিসিক পটুয়াখালীর এজিএম আল আমিন জানান।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী