
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে হুন্ডির ১২ লাখ ১২ হাজার ৫০০ বাংলাদেশি টাকা, মোবাইল ও ল্যাপটপসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন লেবুতলা সীমান্ত দিয়ে তিনজন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহলদল অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক সাগর বিশ্বাস, তার স্ত্রী প্রজ্ঞা সম্পত লাগাদে ও তাদের শিশু সন্তানকে আটক করে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ লাখ ১২ হাজার ৫০০ বাংলাদেশি টাকা , সাতটি মোবাইল, ল্যাপটপ ও ভিসা কার্ড।
আটককৃতদের বাড়ি ভারতের মহারাস্ট্রের ভাসীনাকা এলাকায়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এসএস
.
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
