ঢাকায় সন্তানদের দেখতে গিয়ে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার যশোরের নারী

ফাইল ছবি

পারিবারিক বিরোধের জেরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের চার মাস পর সন্তানদের দেখতে যশোর থেকে ঢাকায় এসে এক নারী ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় করা মামলার ১০ দিন পর রাজধানী গাবতলী ও বসিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

গ্রেফতারকৃতরা হলেন- শাহিন খান (১৯), বিল্লাল হোসেন (২৫), আল আমিন হোসেন (২৬), সবুজ (২৬) ও রাসেল মোল্লা রাসেল (২৪)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক জানান, ধর্ষণের ওই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে ভুক্তভোগী নারীর খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধার করা হয়।

আজিমুল হক আরও জানেন, প্রথমে শাহিন খানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এখনো দুজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়াও দুটি রিকশা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাতে সন্তানদের দেখতে ওই নারী একাই যশোর থেকে বছিলায় আসেন। কিন্তু সন্তানরা যে বাসায় থাকতেন সে বাসায় গিয়ে জানতে পারেন তারা কেউ নেই। এরপর আশপাশে দুইজনকে জিজ্ঞাসা করে কোনো সঠিক ঠিকানা না পেয়ে যশোর যেতে গাবতলী যাওয়ার জন্য একটি রিকশা ভাড়া করেন। কিন্তু রিকশাওয়ালা তাকে গাবতলী না নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করা কালক্ষেপণ করেন। এরপর হঠাৎ দুইজন তার রিকশায় উঠে জিম্মি করে ফেলেন। পরে রিকশাওয়ালাসহ তিনজন তাকে ভয় দেখিয়ে বছিলার একটি নির্মাণাধীন বাসার শ্রমিকদের অস্থায়ী টিন শেড ঘরে নিয়ে যায়। সেখানে রিকশাওয়ালাসহ চারজন তাকে ধর্ষণ করে।

স্বাআরো/এসএস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর