
যশোর জেলা পরিষদের পক্ষ থেকে সদর উপজেলার আরো পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে চাঁদর বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে জেলা পরিষদের সদস্য জবেদ আলী এসব ইউনিয়ন পরিষদে গিয়ে চাঁদর বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল উপস্থিত ছিলেন। এর আগে গত ১ ফেব্রয়ারি প্রথম দফায় ছয়টি পরিষদে গিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের চাঁদর ও কম্বল দেয়া হয়।
যশোরে চেয়ারম্যান-মেম্বরদের চাদর দিলেন জেলা পরিষদ সদস্য জবেদ আলী
প্রথমে কচুয়া ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান লুৎফর রহমান ধাবকসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের চাঁদর দেয়া হয়।
এরপর নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান রাজু আহমেদ, রামনগর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ফাতেপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিনসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের জেলা পরিষদের পক্ষ থেকে নতুন চাঁদর দেয়া হয়।
এছাড়া সাধারণ ইউপি সদস্যদে জেলা পরিষদের পক্ষ থেকে উন্নতমানের কম্বল দেন জবেদ আলী।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
