ওমরাহ করে দেশে ফিরলেন সাকিব, মাঠে নামছেন কাল

বিপিএলের মাঝেই ওমরাহ করতে সৌদি আরব যান সাকিব আল হাসান। গত ৩ ফেব্রুয়ারি বরিশাল তাদের শেষ ম্যাচ খেলেছিলো। ওই ম্যাচটি শেষ করেই মধ্যরাতে ওমরাহ করতে সৌদি আরব চলে গিয়েছিলেন।

৭ তারিখের আগে বরিশালের কোনো ম্যাচ নেই। ফাঁকায় থাকা এই সময়টাতেই ওমরাহ করতে চলে যান বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক।

সৌদিতে ওমরাহ শেষ করে অবশেষে দেশে ফিরলেন সাকিব আল হাসান। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালেই রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেরে বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সাকিবের বরিশাল। যথরীতি এই ম্যাচে খেলবেন সাকিব।

এবারের বিপিএলে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। বিপিএলে চারবার টুর্নামেন্ট সেরার খেতাব জেতা তারকা এই অলরাউন্ডার এবারও আছেন সেরার দৌড়ে। যেখানে ব্যাট হাতে ৩৪৭ রান ও ৬টি উইকেট নিয়ে মুকুট জয়ের কাছাকাছি আছেন।

স্বাআলো/এসএস

.

Author
স্পোর্টস ডেস্ক