নড়াইলে গৃহবধূকে গলা কেটে হত্যা

লাশের ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ায় শেফালী বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শেফালী বেগম ওই গ্রামের আলিম শেখের স্ত্রী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ওই গ্রামের গৃহবধূ শেফালী বেগম মাদরাসা পড়ুয়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার নিয়ে পাশের মাদরাসায় যান। খাবার দিয়ে তার দেবরের স্ত্রী পারুল বেগমকে নিয়ে বাড়িতে চলে আসেন। পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে শেফালী বেগম ঘুম থেকে না ওঠায় ঘরের পেছনের দরজার ছিটকিনি বন্ধ পাওয়া যায়। পরে ঘরে ঢুকে শেফালীর রক্তাক্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, গহনার পাঁচটি বক্স উদ্ধার করে।

নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ বলেন, নগদ টাকা ও সোনার গহনার জন্য আমার ভাবিকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এসএস

.

Author
সুজয় বকসী, নড়াইল