নাশকতার চেষ্টার অভিযোগ, ছাত্র-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

রংপুর মহানগরীতে নাশকতার চেষ্টার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরে ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালী মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর গনেশপুরের নজরুল চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ছাত্র-শিবির মহানগরীতে নাশকতার চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। তবে গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি (তদন্ত) হোসেন আলী। তিনি জানান, মহানগরীতে নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্র-শিবিরের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
হারুন উর রশিদ সোহেল, রংপুর
ব্যুরো প্রধান