
যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, দেশের উন্নয়ন প্রকল্পের সুফল পাওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে অর্থনীতির সকল চলক সবর থাকবে। নৌকায় ভোট দিরে দেশ উন্নয়নের জোয়ারে ভাসবে। উচুঁ-নিচু, ধনী-গরীব, গ্রাম-শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সমানতালে সবার উন্নতি হবে।
সোমবার (৬ ফেব্রয়ারি) যশোর নূতন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, দফতর সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজান কবির শিপলু ও প্রধান শিক্ষক সৈয়দ এহসানুর রহমান।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলনের সভাপতিত্বে এমপি কাজী নাবিল আহমেদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে বৈশ্বিক মন্দা চলছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। জীবন-জীবিকা নির্বাহে সবার কষ্ট হচ্ছে। সবাই শেখ হাসিনার উপর আস্থা রাখুন, দ্রুই সুদিন ফিরবে। বিএনপি-জামায়াতের কান কথা বা গুজবে কেউ বিশ্বাস করবেন না। শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সবকিছুই মোকাবেলা করা সম্ভব। ওইসব গুজবকারী প্রতিহত করার জন্য গ্রাম-গঞ্জে, শহর-বন্দরে, পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক ছাত্রলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, শহর ছাত্রলীগ নেতা তছিকুর রহমান রাসেল প্রমুখ।
এর আগে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার নিজ বাসভবন থেকে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
স্বাআলো/এসএ
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
