পটুয়াখালীতে বন বিভাগের মামলায় তহসিলদা এখন শ্রীঘরে

পটুয়াখালীতে বন বিভাগের মামলায় তহসিলদার জাকির হোসেন এখন শ্রীঘরে। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গলাচিপায় সরকারি সংরক্ষিত বনে মাটি কেটে রাস্তা নির্মাণ ও গাছ কেটে পাচার করার অভিযোগ মামলার (মামলা নং-০২/আগ,০২/জিপি-১৫ অব ২০২২-২৩) তহসিল জাকির হোসেনসহ ১০ আসামি রবিবার (৫ ফেব্রুয়ারি) গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যসজিস্ট্রেট মামুনুর রহমান জামিন না মঞ্জুর করে ৫ নং আসামি তহসিলদার (মরিচবুনিয়া ইউনিয়ন) জাকির হোসেনসহ নয়জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার ৯ নং আসামি রেনু আক্তার গর্ভবতী হওয়ায় মানবিক বিবেচনায় তাকে জামিন দেন বিজ্ঞ বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও বাদী পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম।

জেল হাজতে প্রেরিত অপর আট আসামিরা হলেন- চরবিশ্বাস ইউনিয়নের হলেন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন(৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫) ও আনোয়ার মৃধার (৫০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চর আগস্তি ফরেস্ট ক্যাম্প অধীন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের আমগাছিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে সৃজিত বনে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও গাছ কাটার অপরাধে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা আবদুল হাই বাদী হয়ে ১৯২৭ সালের বন আইনের যাহা ২০০০ সালে সংশোধিত ২৬ (১ক) ধারা ও একই ধারার (খ) ও (ঙ) উপধারা মতে অপরাধ সংঘটিত হওয়ায় উল্লেখিত জাকির হোসেনসহ ১০ জনকে আসামি করে উক্ত আদালতে একটি মামলা করেন।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী