ফের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক, ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু বেড়ে ১৩০০!

এক হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে দেশটিতে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো ৭ দশমিক ৬ এবং কেন্দ্র ছিল আরো কিছুটা গভীরে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে দাঁড়িয়েছে ১৩০০। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন। এই ভূমিকম্পের আঘাতে পাশের দেশ সিরিয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। খবর এএফপি ও আল–জাজিরার।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিলো সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৮। প্রায় ৮৪ বছর পর এমন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। দুই দেশেই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাআলো/এসএস

.

Author
আন্তর্জাতিক ডেস্ক