
বাগেরহাটের ছাত্রশিবিরের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশ ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি আরিফ শেখকে (২৬) পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায়।
পরে পুলিশের উপর হামলার ঘটনায় শিবিরের আরো ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শিবিরের সাবেক সভাপতি আরিফ শেখ সদর উপজেলার চুলকাঠি সৈয়দপুর গ্রামের ফারুক শেখের ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পিস্তল ও গুলিসহ শিবিরের সভাপতি আরিফ শেখসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত থানার ওসি আটক বাকীদের নাম পরিচয়সহ বিস্তারিত জানাতে পারেনি।
স্বাআলো/এসএ
.
Author

আজাদুল হক, বাগেরহাট
