মাগুরায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

মাগুরায় অসুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরএর ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের তেত্রিশ লাখ ষাট হাজার টাকার অনুদানের চেক ৫৫ জন্য অসুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠান থেকে বক্তারা বৈশ্বিক অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর বিভিন্ন জনবান্ধব উদ্যোগ, উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন।

স্বাআলো/এসএ

.

Author
লিটন ঘোষ জয়, মাগুরা
জেলা প্রতিনিধি