সাতক্ষীরায় মোটরসাইকেলের সিটের নিচে মিললো দেড় কোটি টাকার সোনা

সাতক্ষীরার সদর উপজেলায় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ৮টি সোনার বার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় এক চোরাকারবারিকেও আটক করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল ব্রীজ নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই যুবক সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জনৈক শওকাত আলীর ছেলে মিঠু। তিনি সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তে যাওয়ার সময় পুলিশের কাছে গ্রেফতার হন।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান , সোনর একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় তারা আগে থেকে অবস্থান নেয়। দুুপুর ২টার দিকে এক যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে চাইলে তাদের সন্দেহ হয়। এ সময়ে ওই যুবককে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। মোটরসাইকেল তল্লাশী করে ছিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১৮ পিচ সোনার বার জব্দ করে। যার ওজন ১৮ ভরি। বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতার মিঠুকে সদর থানায় সোর্পদ করা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা