সুন্দরবন থেকে ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাটের পূর্ব-সুন্দরবন থেকে এবার বনরক্ষিরা হরিণ শিকারের ফাঁদ ও শিকার করা হরিণের ২০ কেজি মাংস উদ্ধার করেছে। তবে কোন চোরাশিকারি আটক করতে পারে নাই।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীররাতে পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ইসহাকের সিলা নামক এলাকা থেকে শিকারিদের ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশি করে ২০ কেজি হরিণের মাংসসহ ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করে বনরক্ষিরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

পূর্ব-সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসহাকের ছিলা এলাকায় টহলদানকালে চোরাশিকারিরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ, ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। নৌকাটিও জব্দ করা হয়েছে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা গহীন অরন্যে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি