
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ও পাড়িয়া ইউনিয়নের ১২টি মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। এসময় হিন্দুদের ধর্মগ্রন্থও ছিঁড়ে নষ্ট করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে মন্দিরগুলোতে পাহারা বসানো হয়।
ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চ্যাটার্জি নুপুর জানান, গত শনিবার রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ী বাজারের উত্তর সির্ন্দুর পিন্ডি হরিবাসর মন্দির, টাকাহারা দোলুয়া গ্রামের কালিহরি, মনসা, মালিপাড়া শ্মশ্মান কালী, নাথপাড়া ও কালীমন্দির সার্বজনীন মন্দিরের মূর্তিগুলি ভেঙে ফেলা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্দিরের মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, এ বিষয়ে শিগগিরিই ব্যবস্থা নেয়া হবে।
ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
স্বাআলো/এসএ
.
