
খুলনায় আমিন উদ্দিন হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন, আমজাদ মিনা ও সাবাজ হালদার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক।
জানা গেছে, সুদর্শন ডুমুরিয়ার বড় ডাঙ্গায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। ২১ ফেব্রুয়ারি স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। সুদর্শনের শরীরে আঘাতের চিহ্ন ছিলো। এ ঘটনায় নিহত সুদর্শন রায়ের মামা দীনবন্ধু মন্ডল বাদী হয়ে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন (নম্বর-২৩)।
স্বাআলো/এসএস
.
খুলনা ব্যুরো
