
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, বরুনা, নগরপাড়া, কামসাইর, ইছাখালী এলাকার হত দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে কম্বল,শাড়ি, লুঙ্গী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কায়েতপাড়া ইউনিয়ন কামসাইর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জায়েদ আলী দুই হাজার পরিবারের মাঝে এ বস্ত্র বিতরণ করেন।
এ নিয়ে কায়েতপাড়া ইউনিয়নে পাঁচ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন, আলতাফ হোসেন, রাজিয়া সুলতানা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুল খান জয়, হাজী ফজলসহ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস
.
Author
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
