শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলে দেয়া হবে অক্টোবরে

চলতি বছরের অক্টোবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্মাণকাজ পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা জানান।

তিনি বলেন, আমাদের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং হবে অক্টোবরে। ইনট্রাক স্ট্রাকচারের কাজ সেপ্টেম্বরে সম্পূর্ণ হবে এবং প্রধানমন্ত্রী অক্টোবরে উদ্বোধন করবেন। এটা জাতির একটি প্রত্যাশা ছিলো। বিদেশ থেকে আসা পর্যটকরা যেন বিমানবন্দরে এসেই বুঝতে পারেন এটা একটি উন্নত বিমানবন্দর। সারাবিশ্ব চেয়ে আছে আমাদের এই শাহজালাল বিমানবন্দরের দিকে। আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আপনারাও দেখেছেন কাজ অনেক দূর দৃশ্যমান।

বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, তবে আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন শুধু কাজ হলে হবে না, মান যেন বজায়ে থাকে। সে দিকটিও খেয়াল রাখতে হবে। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বিমানবন্দরের ব্যাপারে পজেটিভ স্টোরি করার অনুরোধ জানিয়ে বলেন, এই বিমানবন্দর নিয়ে সবার উৎসাহ উদ্দীপনা আছে এবং তারা বিষয়টি পজিটিভলি দেখছে।

আগামী অক্টোবরের মধ্যে তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী অক্টোবরের মধ্যে এই টার্মিনাল যাতে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন আমরা সেই টার্গেটে আছি। আমরা এই কাজটা শেষ করতে পারব বলে আশা করছি। এজন্য সকলের সহযোগিতাও চান তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, আগামী অক্টোবরে বোর্ডিং ব্রিজ থেকে বিমান উড়ে যাবে। তবে সকল বিমানবন্দরের সাথে সংযুক্ত হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। পৃথিবীর সকল বিমানবন্দরের সাথে সংযুক্ত হওয়ার জন্য আগামী বছরের এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে।

স্বাআলো/এসএ