বাগেরহাটে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম

বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্যমারী বাজারের রমজানের খাবার হোটেলের মধ্যে হাসান সরদার (৩০) নামের একজন ব্যবাসায়ীকে পিটিয়ে জখম করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ওই হোটেলে অবস্থানরত সুমন সরদারের নিকট পাওনা ৩০ হাজার টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাসান সরদারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। তাকে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিসাধীন হাসান সরদার বলেন, উপজেলার বাশতলা এলাকার সহিদুল সরদারের ছেলে সুমন সরদারের নিকট তিনি ৩০ হাজার টাকা পান। ওই সময় রমজানের হোটেলে দেখতে পেয়ে সুমনের কাছে গিয়ে পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয় এবং তার ভাই বাবুসহ আরো একজনকে ডেকে আমাকে বেধড়ক মারপিট করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আমাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পূর্ব-শক্রতা ও পাওনা টাকা নিয়ে বিরোধে বৈধ্যমারী বাজারের একটি হোটেলের মধ্যে এ মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি