যশোরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে সরকারের পক্ষে পক্ষে জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া, যশোর জেলা পরিষদ, যশোর পৌরসভা, সদর উপজেলা পরিষদ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ,  মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সিভিল সার্জনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়।

স্বাআলো/এসএ

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর