দেশজুড়ে গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয়, ভোগান্তি চরমে

দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীনফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে গ্রাহকসেবা বিঘ্নিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এই বিভ্রাট সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

গ্রামীণফোনের গ্রাহকরা জানান, ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে কোথাও কল করে কথা বলা যাচ্ছে না।

গ্রামীণফোনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, তিন জায়গায় অপটিক্যাল ফাইবার জায়গায় কাটা পড়েছে। তাই এ সমস্যা হচ্ছে।

স্বাআলো/এসএস

.

Author
ঢাকা অফিস