বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে মন্দিরে হামলা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে একটি পারিবারিক হরি মন্দিরে হামলা চালিয়ে মালামাল তছনছ করেছে দুর্বৃত্তরা।

বিষয়টি জানার পর মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান ও পূজা উদযাপন কমিটির সভাপতি রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত গৃহ মালিক সঞ্জিত কুমার অধিকারী জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে বসতবাড়িতে কেহ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়ির গেটের তালা ভেঙ্গে হরি মন্ডপের হরি গুরুচাঁদ ঠাকুরের ছবি, বাদ্যযন্ত্র ঢোল ছিড়ে ফেলে এবং বিভিন্ন পূজার সামগ্রী তছনছ করে। বাড়ির ঘেরা বেড়া একাংশ ভেঙে ফেলে। এ সময় হামলাকারিরা ছাগল ঘরের দুটি চাল, খুটি খুলে নিয়ে যায়। ওই রাতেই ছোট ভাই প্রসেনজিৎ অধিকারিকে মোবাইল ফোনে জিউধরা পুলিশ ফাঁড়ি ইনর্চাজ এসআই সুফল বিশ্বাস ফোন করে জানান, তার মালামাল ফাঁড়িতে জমা রয়েছে আপনারা সকালে নিয়ে যাবেন।

ক্ষতিগ্রস্তরা বলেন, তাদের বসতবাড়ির ২০ শতক এ জমি নিয়ে একই গ্রামের ছত্তার খলিফার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ থাকায় এ হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশের ফোন পেয়ে পার্শ্ববতী রামপাল থেকে ওই রাতেই ফিরে এসে দেখি ২/৩ জন লোক আমাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভিতর থেকে বেরিয়ে যায়।

গৃহমালিকের মা বিভা রানী অধিকারী, ছোট ভাই প্রসেনজিৎ অধিকারি, কাকা বিধান অধিকারি ও তার স্ত্রী সৃতি অধিকারী বলেন, জমি ক্রয় করেও শান্তিপূর্ণভাবে বসবাস করা যাবেনা। প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি রাতের বেলায় পুলিশ প্রশাসনের সহযোগীতা নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

থানার ফাঁড়ি ইনচার্জ এসআই সুফল বিশ্বাস বলেন, বিবাধমান একটি জমিতে ঘর তোলার প্রক্রিয়া চলছিলো। ছত্তার হাওলাদার বাদী হয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত রাখতে রাতে সঞ্জিত কুমার অধিকারীর বাড়ি থেকে দুই খানা ছাউনির চালা ও বাসের কয়েকটি খুটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। তাদেরকে মোবাইল ফোনে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, ওই জমিটি নিয়ে ইতোমধ্যে ২/৩ বার থানায় শালিশ বৈঠক হয়েছে। প্রকৃত জমির মালিক সঞ্জিত অধিকারীরা। রাতের ঘটনাটি দুঃখজনক।

মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর শংকর কুমার রায় বলে, ঘটনাটি শুনে ঘটনস্থলে গিয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ সর্ম্পকে মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, ডুমুরিয়ার বসতবাড়িতে হামলার বিষয় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি