বাগেরহাটে স্কুলের সামনে শিক্ষার্থীকে ইভটিজিং, বখাটের কারাদণ্ড

বাগেরহাটের ফকিরহাটে প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে ইভটিজিং করায় শহীদুল ইসলাম (২০) নামের এক স্বভাব বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত বখাটে শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলত খান গ্রামে মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে ফকিরহাট উপজেলা সদরে একটি খাবারের হোটেলের ব্যবসা করেন।

সংশ্লিষ্ট ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্যক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাকে
স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয় এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড বিধান কান্তি হালদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে স্থানীয়দের হাতে আটক শহীদুল অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি