
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকালে এ তথ্য জানিয়েছেন, কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে সাত আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রাজারহাট থানায় একজন, নাগেশ্বরী থানায় পাঁচজন, রৌমারী থানায় একজন রয়েছেন। এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট থানায় দুইজন, নাগেশ্বরী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় তিনজন, পূর্বের মামলায় তিনজন, ৩৪ ধারায় চারজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ২৩ আসামিকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
স্বাআলো/এসএস
.
Author
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
