
আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আরো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান।
প্রাথমিকে বৃত্তি পেলো ৮২ হাজার শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে
তিনি আরো বলেন, আমরা বুয়েটের সাথে আলোচনা করেছি। আলোচনা অনুযায়ী আমরা এখন বিভাগভিত্তিক নিয়োগ দিব। এজন্যই আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এটি প্রকাশ করেছে। আজকে তিনটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্বাআলো/এসএস
.
Author
ঢাকা অফিস
