
জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ফলাফলে এবারো উপজেলায় শীর্ষ স্থান দখল করেছে। এ বিদ্যালয় থেকে এবছর ২৫ জন শিক্ষার্থী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৪ জন বৃত্তি পেয়েছে।
এদের মধ্যে ১৬ জন ট্যালেন্টপুলে ও আটজন সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার গৌরব অর্জণ করেছে।
বিদ্যালয়ের এ ধারাবাহিক সাফল্যে কৃতি শিক্ষার্থী,অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ উচ্ছাসিত।
এদিকে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া অদম্য মেধাবী শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকদের অনিঃশেষ অভিনন্দন ও অফুরান শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাআলো/এস
.
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
