ঋণ গ্রাহকের ছুরিকাঘাতে এনজিও কর্মকর্তা খুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায় মোহাম্মদ এনাম (৩০) নামের এক ঋণ গ্রাহকের ছুরিকাঘাতে পদক্ষেপ এনজিও সংস্থার চম্পা চাকমা (২৯) এক কর্মকর্তা খুন হয়েছেন। রবিবার (৫ মার্চ) রাতে উপজেলার লালানগর ইউনিয়নে ওয়ান ব্যাংকের কাছের সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত চম্পা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ধামাইরহাটের হোসনাবাদ শাখার সহকারী ব্যবস্থাপক (ঋণ শাখা) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকার শান্তিময় চাকমার মেয়ে। অন্যদিকে অভিযুক্ত এনাম রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া গ্রামের মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে। খুনের ঘটনার পরপরই এনাম পলাতক রয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে লালানগর ওয়ান ব্যাংক শাখার পাশে পদক্ষেপ অফিসে কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে এক সহকর্মীসহ চম্পা চাকমা রাস্তায় আসে। এ সময় এনাম আগে থেকে অবস্থান করছিলো। অফিস থেকে রাস্তায় আসার সঙ্গে সঙ্গে ঋণ নিয়ে কথা কাটাকাটি শুরু করে এনাম। একপর্যায়ে পেছন থেকে ছুরি বের করে চম্পার গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে শ্বাসনালী কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, বোনের নামে পদক্ষেপ থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে এনাম কিস্তিতে পরিশোধের কার্যক্রম চালিয়ে আসছিলো। গত ২৮ ফেব্রুয়ারি ঋণের একটি কিস্তি পরিশোধ যথা সময়ে করতে না পারায় চাপের মুখে ছিলো। এর জের ধরে ক্ষুদ্ধ এনাম এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।

ঘটনার প্রত্যক্ষদর্শী চম্পার সহকর্মী পদক্ষেপের কমিউনিটি ম্যানেজার সপ্তর্ষী চাকমা বলেন, আমরা অফিস থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এ সময় এনাম ঋণের বিষয়ে বাকবিতণ্ডা করতে থাকেন। একপর্যায়ে চম্পার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরতে পারেনি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানা হেফজতে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনায় ব্যবহ্নত ছুরি পুলিশ উদ্ধার করেছে।

স্বাআলো/এস

.

Author
চট্টগ্রাম ব্যুরো