বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদে হামলা, প্রতিবাদে জরুরি সভা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে সন্ত্রাসীরা অফিস কক্ষ ভাঙচুর ও মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের এলোপাতাড়ি মারপিটের ঘটনায় উপজেলার সকল মুক্তিযোদ্ধা পরিবারসহ শান্তিপ্রিয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সোমবার (৬ মার্চ) দুপুরে এক জরুরি সভা করা হয়েছে।

প্রসঙ্গতঃ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাউলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে জরুরি সভা করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনপ্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান বলেন, মুক্তিযোদ্ধাদের অফিসে ঢুকে মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা হয়েছে এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

ঘটনা বিষয়ে তিনি বলেন, রবিবার সন্ধ্যার পরে খাউলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা করে।

এতে বীরমুক্তিযোদ্ধা বাদল চন্দ্র করসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১০ জন সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আর মঙ্গলবার সকালে স্থানীয় সন্ন্যাসী বাজার এলাকায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করবে বলেও তিনি জানান।

মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন রবিবার রাতে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে সন্নাসী বাজারে খাউলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি