বাগেরহাটে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, ফুফু ও ভাই আটক

লাশের ফাইল ছবি

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ছোটপরি গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী হাফিজা আক্তারে (৯) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ডের একদিন পরেই হত্যা মামলা দায়ের করা হয়েছে।

হাফিজার মায়ের দায়ের করা মামলায় পুলিশ সোমবার (৬ মার্চ) দুপুরে মামলার আসামি হাফিজার ফুফু রাশিদা বেগম (৪৫) ও ফুফাতো ভাই আমিন ফকিরকে (১৯) আটক করেছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার বেলা ২টার দিকে উপজেলার ছোটপরি গ্রামের রাশিদা বেগমের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় শিশু হাফিজার মরদেহ।

মেয়েটির পিতা-মাতার বিচ্ছেদ হয়ে যাওয়ায় হাফিজা তার ফুফুর বাড়িতে থেকে লেখাপড়া করতো। ওইদিন হাফিজাকে হত্যা করে ঘরের আড়ার সাথ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে ফুফু রাশিদা ও ফুফাতো ভাই আমিন।

প্রথমে পুলিশ লাশ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে পুলিশ। রবিবার বাগেরহাট জেলা সদর হাসপাতালে শিশুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

এরপরের দিন সোমবার সকালে মেয়েটির মা বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই পুলিশ মেয়েটির হত্যাকারী হিসাবে মামলার আসামি ফুফু ও ফুফাতো ভাইকে গ্রেফতার করে।

তবে হত্যার কারণ জানা না গেলেও এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরে হত্যা মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। এ ছাড়া আমাদের তদন্ত চলছে।

স্বাআলো/এস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি