ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসের সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

প্রতীকী ছবি

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসের সংঘর্ষে রেলকর্মীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বিমানবন্দর সড়কের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেলের পয়েন্টসম্যান আজিজুল হক (৩০), বাসের যাত্রী আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)।

এ বিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, তেলবাহী ওয়াগন আসার সময় রেলকর্মী সিগন্যাল দেন। কিন্তু দ্রুতগামী একটি সিটি বাস সিগন্যাল না মেনে রেলের ইঞ্জিনে ধাক্কা দেয় এবং বাসটি উল্টে যায়। এতে দুই বাস যাত্রী ও রেলকর্মী আজিজুল হক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান। অন্যজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।

নগর পুলিশের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত ) সাদেকুর রহমান বলেন, বাসের সঙ্গে তেলবাহী ওয়াগনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

স্বাআলো/এস

.

Author
চট্টগ্রাম ব্যুরো