ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় ঝরলো শিক্ষকসহ তিনজনের প্রাণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন মাদরাসার শিক্ষক আছে বলে জানা গেছে।

কাশিয়ানি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

স্বাআলো/এসএস

.

Author
ঢাকা অফিস