
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বালিদিয়া মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলামিন শেখ (২৬)। তিনি বালিদিয়া গ্রামের সামসু শেখের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সুয়েল শেখ তার চাচাতো ভাই আলামিন শেখকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সে গুরুতর আহত হন। পরে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্বাআলো/এসএস
.
Author
লিটন ঘোষ জয়, মাগুরা
