
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরশন’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ মার্চ) নড়াইল জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর আয়োজনে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
মহিলা বিষয়ক অধিদফতর নড়াইলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মৌসুমী মজুমদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বাতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডাঃ সাদেজা বেগম, সদও উপজেলঅ নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামপৌর মেয়র আঞ্জুমান আরা, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা পুলিশের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা পুলিশ সুপার সাদিরা খাতুনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএস
.
সুজয় বকসী, নড়াইল
