
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, এডভোকেট শাহিনা আক্তার ডেইলি, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, আর ডি সি এর নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ
.
Author
লিটন ঘোষ জয়, মাগুরা
