মাগুরায় কৃষকের ঘর পুড়ে ছাই, ১২ লাখ টাকার ক্ষতি

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে আমুড়িয়া গ্রামে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই গ্রামের রবিউল ইসলাম, আঞ্জুমান আরা, আরব আলী ও জিয়ারুল ইসলাম নামে তিন কৃষকের চারটি ঘর পুড়ে গেছে। এতে ওই কৃষক পরিবারগুলির অন্তত ১২ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

স্থানীয় একটি ব্রীজ ভাঙ্গা থাকার কারণে সময় মতো ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছতে না পারায় ক্ষয়ক্ষতি আরো বেশি হয়েছে বলে জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্থ কৃষক রবিউল ইসলাম ও জিয়ারুল ইসলাম জানান, রাত ১টার দিকে গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তে ভয়াবহ আগুন ছড়িয়ে পরে। এ সময় কৃষক রবিউল, তার মা আঞ্জুমান আরা, আরব আলী ও জিয়ারুল ইসলামের বসতভিটাসহ মোট ছয়টি ঘর পুড়ে যায়।

এসময় গোয়ালে রাখা রবিউল ইসলামের দুই লাখ টাকা মূল্যের একটি বিদেশি গরু ও একটি ছাগল মারা যায়।

এছাড়া পরিবারের ছয়টি ঘর পুড়ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলের গাড়ি গিয়ে আমুড়িয়া বাজারের উত্তরদিকে নির্মাণাধীন ব্রীজের কারণে গড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।

এর ফলে তাদের ক্ষয়ক্ষতি আরো বেড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার জন্য আমুড়িয়া বাজারের উত্তর পাশে পৌছে। কিন্তু নির্মাণাধীন ব্রীজটির পাশ থেকে প্রয়োজনীয় ডাইভারশন রোড না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যেতে পারেনি। নির্মাণাধীন ব্রীজের কারণে আমুড়িয়া বাজারটিও অগ্নিঝুকিতে রয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি।

স্বাআলো/এস

.

Author
লিটন ঘোষ জয়, মাগুরা
জেলা প্রতিনিধি