
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে টানা সাত বছর ধরে অপরাজিত ছিলো বাংলাদেশ। টাইগারদের সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে জয় তুলে নেওয়ায় টি-টোয়েন্টি সিরিজে বেশ আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। টি-টোয়েন্টিতে কি আধিপত্ত্ব ধরে রেখে শুভ সূচনা করে ইংলিশদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বাংলাদেশ?
বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটওয়ারী, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।
ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে, রেহান আহমেদ ও ক্রিস জর্ডান।
স্বাআলো/এসএস
.
স্পোর্টস ডেস্ক
