জাতির পিতার কবর জিয়ারত করতে সাইকেলে ৫০০ কিমি পাড়ি দিচ্ছেন সুজাউদ্দৌলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে নীলফামারী থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন সুজাউদ্দৌলা সুজন নামে এক যুবক।

বুধবার (৮ মার্চ) নীলফামারী থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে বাইসাইকেল চালিয়ে যাত্রা শুরু করেন।

তিনি নীলফামারীর সদর উপজেলার আব্দুল ওয়াদুল মিয়ার ছেলে। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

সুজাউদ্দৌলা বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু আমাদের বাবা-দাদাদের কাছ থেকে স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে চলেছি। আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে আকাশের মতো উদারতা ও সাগরের মতো হৃদয় ছিলো সেটি কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে পারিনি। তাই তার আদর্শ ও তার দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতেই আমার এই বাইসাইকেল যাত্রা। সেই সঙ্গে আমার সে সময় জন্ম না হওয়ার কারণে আমি তাকে জীবিত অবস্থায় দেখতে পারিনি। কিন্তু সেটি না পারলেও টুঙ্গিপাড়ায় তার কবর স্বচক্ষে দেখতে ও কবর জিয়ারত করার উদ্দেশেই এই সাইকেল যাত্রা।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরেই এই আশা বুকে নিয়েছিলাম বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে যাওয়ার ইচ্ছা ছিলো কিন্তু করোনার কারণে যেতে পারিনি। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে তার কবর জিয়ারত করার যে স্বপ্ন ছিলো সেটি পূরণের উদ্দেশেই এই সাইকেল যাত্রা।

স্বাআলো/এসএ

.